গ্রামীণফোনের সঙ্গে চুক্তি, সাকিবকে আইনি নোটিশ পাঠাচ্ছে বিসিবি

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা অনলাইন

নিয়ম ভেঙে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে আইনি নোটিশ পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমে জানিয়েছেন, মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের সাথে চুক্তি করায় সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড। 

তিনি বলেন, ‘সাকিব টেলিকম কোম্পানির সাথে চুক্তি করতে পারে না। কেন সে এটা করতে পারে না সেটা আমাদের চুক্তিপত্রে পরিস্কার বলা আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর ছিল। গ্রামীণফোন এই নিলামে অংশ নেয়নি, উল্টো আমাদের কয়েকজন ক্রিকেটারকে দুই-এক কোটি টাকা দিয়ে বাগিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত কী হলো? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্রিকেটাররা লাভবান হলেও বোর্ডের ক্ষতি হচ্ছে। এটা হতে দেওয়া যায় না।’

এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেয়া আছে জানিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘সাকিব কীভাবে আমাদের না জানিয়ে এই চুক্তি করলো? আর চুক্তির সময়টা দেখুন, যখন ক্রিকেটাররা সবাই ধর্মঘটে ছিল।’ 

সাকিবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও জানিয়েছেন নাজমুল হাসান, ‘আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এরকম ব্যাপারে আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। গ্রামীণফোন ও সাকিব দুই পক্ষের কাছেই জানতে চাইবো কেন তারা এমনটা করেছে। আমি এটা ২৩ অক্টোবর শুনেছিলাম। এরপর সাকিব ও গ্রামীণফোনকে লিগাল নোটিশ পাঠাতে বলেছি। আমরা চাই সাকিব আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাক। তবে আমরা যদি জানতে পারি এটা সে বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য করেছে, তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব।’ 

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সাকিবের ওই চুক্তির ব্যাপারে বোর্ড কিছুই জানতো না। তিনি বলেন, ‘আমরা এরকম টেলিকম কোম্পানির সাথে ক্রিকেটারদের চুক্তি করাকে উৎসাহিত করি না। এটা জাতীয় দলের স্পন্সরদের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে ইউনিলিভার আমাদের জাতীয় দলের স্পন্সর, কিন্তু সেটার মেয়াদ দ্রুতই শেষ হচ্ছে। আমাদের ক্রিকেটাররা যদি টেলিকম কোম্পানির সাথে চুক্তি করে, তাহলে অন্য টেলিকম কোম্পানি জাতীয় দলের স্পন্সর হতে চাইবে না।'


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫