ফেনীর সীমান্ত এলাকা থেকে তিন নাইজেরীয় আটক

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

 ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী উপজেলা থেকে তিন নাইজেরীয়কে আটক করেছে বিজিবি গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাঁড়িপুষ্করণী সীমান্ত থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন সানডে ইবোনাদি ইডোন, কি নেজস্তে চি নেডু নওয়াকুরি লুটান্না সামিউল এনাকেউ

ফেনীর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজীর হাঁড়িপুষ্করণী এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালায় খেজুরিয়া বিওপির একটি টহল দল সময় তিন নাইজেরীয় বিজিবিকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পরে তাদের ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন সেলফোন সেট, একটি অপ্পো মোবাইল আনুষঙ্গিক অন্য পণ্যসহ আটক করা হয়

তিনি আরো জানান, আটককৃতরা বাংলাদেশের সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন কিন্তু তাদের কাছে ভারতীয় ভিসা বা কোনো প্রকার বৈধ কাগজ পাওয়া যায়নি এছাড়া দুই নাইজেরীয় তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫