নারী ফুটবলে তহবিল বাড়াল ফিফা

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

আগামী চার বছর নারী ফুটবলের তহবিল ৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ১০০ কোটি ডলার করার ঘোষণা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো চীনের সাংহাইয়ে গতকাল ফিফার বার্ষিক সাধারণ সভা শেষে ঘোষণা দেন সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইনফ্যান্তিনো

গতকাল এজিএম শেষে সংবাদ সম্মেলনে ইনফ্যান্তিনো বলেন, ফিফা কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এরই মধ্যে ঘোষিত ৫০০ মিলিয়ন ডলারের সঙ্গে আরো ৫০০ মিলিয়ন ডলার যোগ করা হবে

গত সপ্তাহে বাংলাদেশ সফরেও নারী ফুটবলের প্রতি আরো বেশি গুরুত্ব দেয়ার পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবসায়ীদের বেশি করে বিনিয়োগের আহ্বান জানান সুইস-ইতালিয়ান নাগরিক ইনফ্যান্তিনো এবার ফিফার পক্ষ থেকেই নারী ফুটবলে বিনিয়োগ বৃদ্ধির ত্বরিত সিদ্ধান্ত নিলেন তারা এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫