কাশ্মীরে ট্রাকচালক ও সহকারীকে গুলি করে হত্যা

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শোপিয়ান জেলায় গত বৃহস্পতিবার এক ট্রাকচালক তার সহকারীকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা নিয়ে দুই সপ্তাহে জঙ্গিদের হাতে বহিরাগতদের মারা যাওয়ার সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে বলে পুলিশ জানিয়েছে খবর হিন্দুস্তান টাইমস

বৃহস্পতিবারের হামলার ঘটনায় আরো এক চালক আহত হয়েছেন পরে তাকে শ্রীনগরের একটি হাসপাতালে নেয়া হয় আপেলবাহী ট্রাক নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে

আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটিতে ফল শিল্প, বিশেষ করে কাশ্মীরের বাইরে থেকে আসা নাগরিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে যার সর্বশেষ ঘটনা এটি উল্লেখ্য, কাশ্মীরের অর্থনীতির অন্যতম ভিত্তি ফল রফতানি

উপত্যকায় যাতে স্বাভাবিক জীবনযাপন ফিরে না আসে, সে কারণে জনগণকে আতঙ্কিত করে তোলার জন্যই এসব হামলার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫