বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে জমি বরাদ্দ পেয়েছে আইটি কনসালট্যান্টস

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে আইটি কনসালট্যান্টস লিমিটেডের অনুকূলে এক একর জমি বরাদ্দ দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি প্রাথমিকভাবে বিষয়ে উভয় পক্ষের মধ্যে ৪০ বছর মেয়াদি একটি ইজারা চুক্তি হয়েছে তবে পরবর্তীতে চুক্তিটি নবায়ন করা যাবে

চুক্তির শর্ত অনুযায়ী, প্রথম তিন বছর উল্লিখিত জমির জন্য প্রতি বর্গমিটারের ক্ষেত্রে ৫০ সেন্ট হারে ভাড়া দিতে হবে আইটি কনসালট্যান্টসকে এক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে তিন বছর পর ভাড়ার হারে সংশোধন আনা হবে তখন প্রতি বর্গমিটারের ভাড়া হবে ডলার এবং ওই সময়ের বিনিময় মূল্য অনুসারে টাকার অংক নির্ধারণ করা হবে এছাড়া ইয়ারলি মেইনটেন্যান্স পেমেন্ট হিসেবে লাখ ৭২ হাজার ৪০ টাকা অগ্রিম জমা দিতে হবে আইটি কনসালট্যান্টসকে

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইটি কনসালট্যান্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ এর মধ্যে শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ আগামী ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৬৯ পয়সা (পুনর্মূল্যায়িত)

সর্বশেষ এনটিটি রেটিং অনুসারে আইটি কনসালট্যান্টসের ঋণমান টু ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংকঋণের অবস্থা প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় আইটি কনসালট্যান্টস এছাড়া ২০১৭ হিসাব বছরে শতাশ নগদ শতাংশ স্টক এবং ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার আইটি কনসালট্যান্টস শেয়ারের সর্বশেষ দর ছিল ৪০ টাকা ৪০ পয়সা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫