১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর

সমাপ্ত হিসাব বছরে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ১৫ পয়সা ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৮৩ পয়সা সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪৩ কোটি ৫৭ লাখ টাকা ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল শেফার্ড ইন্ডাস্ট্রিজ

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ঋণমান দীর্ঘমেয়াদে ট্রিপল বি স্বল্পমেয়াদে এসটি-থ্রি ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বশেষ আনুষঙ্গিক বিভিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)

ডিএসইতে বৃহস্পতিবার শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৫ টাকা সমাপনী দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা দিনভর শেয়ারটির দর ৩৩ টাকা ৩০ পয়সা থেকে ৩৫ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ১০ পয়সা ৫০ টাকা

পূর্ব এশীয় উদ্যোক্তাদের নিয়ন্ত্রণাধীন কোম্পানিটি ২০০০ সালে যাত্রা করে এর মূল ব্যবসা ডায়িং ওয়াশিং এর বাইরে বিভিন্ন ধরনের কাপড়ের জন্য সুতাও প্রস্তুত করে তারা ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৯০ কোটি টাকা পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১০৬ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা

কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১৩ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৮৫টি এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক শূন্য শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক শূন্য শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫