জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক -কমার্স জায়ান্ট অ্যামাজনের বেচাকেনা বেড়েছে এক-পঞ্চমাংশ এর পরও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে এক-চতুর্থাংশ বাড়তি পরিবহন ব্যয় অ্যামাজনের মুনাফায় রাশ টেনেছে বলে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে খবর বিজনেস ইনসাইডার

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যামাজনের বেচাকেনা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে তবে সময় প্রতিষ্ঠানটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ২১০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কম মূলত পণ্য পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় বছরের তৃতীয় প্রান্তিকে বেচাকেনা বাড়লেও মুনাফায় লাগাম পড়েছে অ্যামাজনের

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পণ্য পরিবহনে সব মিলিয়ে হাজার কোটি ডলার ব্যয় করেছে অ্যামাজন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি সময় অ্যামাজন হাজার কোটি ডলারের পণ্য কেনাবেচা করেছে

অ্যামাজনপ্রধান জেফ বেজোস বলেন, অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য একদিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়ার বিশেষ একটি সেবা চালু করেছে এতে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে সেবা অ্যামাজনের পণ্য পরিবহনের ব্যয় আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে, কমেছে মুনাফা তবে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সেবা চালু করেছি আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে তাই মুনাফায় লাগাম পড়লেও প্রাইম কাস্টমারদের সেবা চালু রাখা হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫