যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত সয়াবিন ক্রয়ের অনুমতি চীনের

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 সম্প্রতি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত সয়াবিন ক্রয়ের অনুমতি দিয়েছে চীন সরকার দেশটির কয়েকটি প্রধান আন্তর্জাতিক সয়াবিন প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে অনুমতি দিয়েছে বেইজিং চীনের দুজন খাতসংশ্লিষ্ট ব্যক্তিসূত্রে তথ্য পাওয়া গেছে তবে দেশটির সরকারি সূত্রে এখনো বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি খবর রয়টার্স

এর আওতায় চীনের অনুমতিপ্রাপ্ত আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে সর্বোচ্চ এক কোটি টন পর্যন্ত সয়াবিন কিনতে পারবে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সয়াবিন ভাঙানোর প্রতিষ্ঠান আয়োজিত একটি সমাবেশে রাষ্ট্রীয় সংস্থাটিসহ দেশটির ব্যক্তিগত কয়েকটি প্রধান আন্তর্জাতিক সয়াবিন ভাঙানোর প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা

তবে যুক্তরাজ্যের বাজারে সয়াবিনের দাম বেশি থাকায় শুল্ক মওকুকের পরও ব্যবসায়ীরা পণ্যটির ক্রয়ে তেমন সুবিধা করতে পারেননি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী বলেন, মুহূর্তে পণ্যটির দাম অত্যন্ত বেশি

উল্লেখ্য, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ শুরুর পর চীন কৃষিপণ্যটির আমদানিতে ব্রাজিলের ওপর নির্ভর করতে শুরু করে এর আগে দেশটি সবচেয়ে বেশি সয়াবিন আমদানি করত যুক্তরাষ্ট্র থেকে

এদিকে বছরের শুরু থেকেই ব্রাজিলিয়ান সয়াবিনের শীর্ষ ক্রেতা ছিল চীন সময় পণ্যটির বৈশ্বিক বাণিজ্যের ৬০ শতাংশই সংঘটিত হয়েছে দুটি দেশের মধ্যে এমনকি সময় ব্রাজিলে উৎপাদিত মোট সয়াবিনের ৭৬ শতাংশ কিনেছে বেইজিংয়ের আমদানিকারকরা তবে ব্রাজিলের সয়াবিনের জন্য সৌভাগ্য হয়তো আর খুব বেশি দিন বজায় থাকবে না কারণ এমনিতেই বিশ্বের শীর্ষ সয়াবিন ভোক্তা দেশটিতে পণ্যটির চাহিদা আগের তুলনায় কমেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মাত্রাও অনেকটা শীতল হয়ে এসেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫