যুক্তরাষ্ট্রে ৪ লাখের বেশি গাড়ি প্রত্যাহার করছে সুবারু

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ইঞ্জিন কম্পিউটারের ত্রুটি যন্ত্রাংশের টুকরো মোটরে চলে যাওয়ার সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র থেকে চার লাখের বেশি গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি সুবারু খবর জাপান টুডে

প্রথম দফায় প্রত্যাহার করা লাখ ৬৬ হাজার গাড়ির মধ্যে রয়েছে ২০১৭-১৯ সালে আসা ইমপ্রেজা ২০১৮-১৯ সালে আসা ক্রসট্রেক প্রত্যাহারের কারণ সম্পর্কে সুবারু জানিয়েছে, ত্রুটির কারণে মোটর বন্ধ করে দেয়ার পরও ইঞ্জিন কম্পিউটার ইগনিশন কয়েল চালু রাখতে পারে ফলে শর্ট সার্কিট ফিউজ বিস্ফোরিত হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে

পরিবেশকরা সফটওয়্যার হালনাগাদের পাশাপাশি প্রয়োজন অনুসারে কয়েল সামনের এগজস্ট পাইপ বদলে দেবে

দ্বিতীয় দফায় লাখ হাজার প্রত্যাহারকৃত গাড়ির মধ্যে রয়েছে ২০১৭-১৯ সালে আসা ইমপ্রেজা ২০১৮ সালের ক্রসট্রেক গাড়িগুলোর অ্যালুমিনিয়াম ধনাত্মক ভেন্টিলেশন ভালভ খুলে পড়ার সম্ভাবনা রয়েছে এতে যন্ত্রাংশের টুকরো ইঞ্জিনে ঢোকার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে আগামী ১৩ ডিসেম্বর থেকে এসব গাড়ি প্রত্যাহার শুরু হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫