নুসরাত হত্যা মামলা

১৬ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ: অক্টোবর ২৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা পৌনে ১১টায় ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, ওই মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন, সোনাগাজীর পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, ছাত্রলীগ নেতা নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম মহিউদ্দিন শাকিল।

নারী শিশু নির্যাতন দমন আইনের ()/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের পাশাপাশি লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

দেশব্যাপী আলোচিত মামলার রায় শুনতে গতকাল সকাল ৯টা থেকে আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজন, গণমাধ্যম কর্মীসহ শত শত উত্সুক জনতা ভিড় করেন। র্যাব পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০টা ৫০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। বেলা ১১টায় বিচারক মো. মামুনুর রশিদ এজলাসে উপস্থিত হয়ে মামলার রায় পড়া শুরু করেন। টানা ১৫ মিনিট ধরে তিন পৃষ্ঠার রায়ের মূল অংশ পাঠ করে এজলাস ত্যাগ করেন।

রায় ঘোষণাকালে বিচারক বলেন, নারীত্বের মর্যাদা রক্ষায় ভিকটিম নুসরাত জাহান রাফির তেজোদ্দীপ্ত আত্মত্যাগ তাকে এরই মধ্যে অমরত্ব দিয়েছে। তার অমরত্ব চিরকালের অনুপ্রেরণা। পাশাপাশি আসামিদের ঔদ্ধত্য কালান্তরে মানবতাকে লজ্জিত করবে নিশ্চয়। বিধায়, দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তিই আসামিদের প্রাপ্য।

রায় ঘোষণার সময় কাঠগড়ায় থাকা আসামিরা নিস্তব্ধ থাকলেও পরে তারা হাউমাউ করে কেঁদে নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত প্রাঙ্গণে মামলার আসামি হাফেজ আবদুল কাদেরের পিতা আবুল কাশেম খান, জাবেদ হোসেনের ভাই জাহেদ হোসেন, নুর উদ্দিনের মা রাহেলা বেগম, আবদুর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫