জেলেদের নিরাপত্তায় ‘টোরেমলিনো’ ঘোষণায় বাংলাদেশের অনুস্বাক্ষর

প্রকাশ: অক্টোবর ২৪, ২০১৯

নৌযান ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব আইন প্রণয়নে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ‘টোরেমলিনো’ ঘোষণায় বাংলাদেশের পক্ষে অনুস্বাক্ষর করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) স্পেনের মালাগা শহরের ভূমধ্যসাগর তীরবর্তী পর্যটন অঞ্চল টোরেমলিনোর কংগ্রেস হলে আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) আয়োজিত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ‘টোরেমলিনো’ ঘোষণায় বাংলাদেশের পক্ষে অনুস্বাক্ষর করেন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

এসময় আইএমও’র মহাসচিব কিটাক লিম, বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, আইএমও-তে বাংলাদেশের অস্থায়ী প্রতিনিধি ড. শাহনেওয়াজ এবং স্পেনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পেনের মালাগা শহরের ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল টোরেমলিনোতে তিনদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন গত ২১ অক্টোবর শুরু হয়েছে। আইএমও মহাসচিব কিটাক লিম ও জাতিসংঘ মহাসচিবের সমুদ্র বিষয়ক দূত পিটার টমসন এর উপস্থিতিতে বিশ্বের ৭০টি দেশের মন্ত্রীবর্গ ছাড়াও ১২৫টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিয়েছেন।

এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও অধিক দেশ টোরেমলিনো ঘোষণাপত্রে অনুস্বাক্ষর করেছে যা ২০২২ সালের মধ্যে ‘কেপটাউন ২০১২’ চুক্তির আলোকে মাছ ধরার নৌযান ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব আইন প্রণয়নে জাতিসংঘের সদস্য দেশসমুহকে আগাম প্রস্তুতি নিতে ও আইন প্রণয়নে তাদের অনুমোদন দিতে উৎসাহিত করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫