ঈগল পরিবহন মালিকের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা

প্রকাশ: অক্টোবর ২৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরে ২০ কোটি ৬০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে মেসার্স এমকে মোটরস ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়ার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে গতকাল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের যশোর শাখার পক্ষে নির্বাহী কর্মকর্তা হাসান সাঈদ বাদী হয়ে মামলা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক গৌতম মল্লিক অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন

মামলার অভিযোগে জানা গেছে, পবিত্র কাপুড়িয়া ব্যবসায় বিনিয়োগের জন্য এনসিসি ব্যাংকের যশোর শাখা থেকে এলসি, এলটিআর মেয়াদি ঋণ নেন ঋণের টাকা পরিশোধের জন্য তিনি আইএফআইসি ব্যাংকের ২০ কোটি ৬০ লাখ টাকার চেক জমা দেন গত সেপ্টেম্বর চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয় পরে উকিল নোটিসের মাধ্যমে চেকের টাকা পরিশোধের জন্য বলা হয় পবিত্র কাপুড়িয়াকে তবে নোটিস গ্রহণ করে তিনি টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষে মামলা করা হয়েছে

ব্যাপারে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া বলেন, ব্যবসায়ে লোকসানের কারণে টাকা দিতে পারিনি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫