আজ চট্টগ্রামে শুরু পর্যটন মেলা

প্রকাশ: অক্টোবর ২৪, ২০১৯

আজ থেকে বন্দরনগরী চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলাচিটাগং ট্রাভেল মার্ট-২০১৯। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে মেলার উদ্বোধন করবেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত মেলার টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি-বাই টিকেটস।

ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, ওশেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটনসংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির বেশি দেশী-বিদেশী প্রতিষ্ঠান এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫