চট্টগ্রামে শুরু হচ্ছে তিনদিনব্যাপি পর্যটন মেলা

প্রকাশ: অক্টোবর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগাং হোটেলে শুরু হচ্ছে তিনদিনব্যাপি ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৯’। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলা চলবে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত। 

মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আরো উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজনে মেলার টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি- বাই টিকেটস।

এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে ইউএস- বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির অধিক দেশী-বিদেশী প্রতিষ্ঠান।

মেলা চলাকালীন অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫