তুলার কনটেইনারে মিলল বালি

প্রকাশ: অক্টোবর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চীন থেকে আমদানি করা ৩০ লাখ টাকার একটি চালানে আমদানি হওয়ার কথা ছিল স্ট্যাপল ফাইবার বা তুলা। তবে কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষায় চালানটিতে মিলেছে ৯১৬ ব্যাগ ভর্তি ২০ টন বালি। গতকাল চট্টগ্রামে ইপিজেড এলাকার বেসরকারি কিউএনএস ডিপোতে ৪০ ফুট লম্বা কনটেইনার খোলার পর ঘটনাটি উদ্ঘাটন হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ৮২৯ জুবিলী রোডের আনজুমান শপিং কমপ্লেক্সের মেসার্স সৈয়দ ট্রেডার্সের নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাসের দায়িত্বে ছিল আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসজিএস কোম্পানি। ১৬ অক্টোবর চালানটির অনুকূলে আগামপত্র দাখিল করা হয় চট্টগ্রাম কাস্টম হাউজে। এতে ৫ শতাংশ হারে ১ লাখ ৫৭ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫