ক্যাসিনো-সংশ্লিষ্টতায় যার নামই আসুক আইনানুগ ব্যবস্থা —তথ্যমন্ত্রী

প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রচার সম্পাদক . হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনো-সংশ্লিষ্টতায় যে কারো নামই আসুক, দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন তিনি।

ভোলায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ভোলার ঘটনা ভিন্ন খাতে নিতে একটি মহল পাঁয়তারা করছে। ভোলার ঘটনা অনভিপ্রেত দুঃখজনক। যারা ধরনের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সামরিক বেসামরিক কর্মকর্তারা সেমিনারে অংশ নিচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫