কাশ্মীর সীমান্তে সংঘাত

একে অন্যকে দুষছে ভারত-পাকিস্তান

প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 কাশ্মীর সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় ভারত-পাকিস্তান একে অন্যকে দোষারোপ করছে উভয় পক্ষই দাবি করেছে, অন্য পক্ষ যখন ২০০৩ সাল থেকে বজায় থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তখনই কেবল তারা গুলিবর্ষণ করেছে গোলাগুলিতে উভয় পক্ষেই সেনা সাধারণ নাগরিক নিহত হয়েছে খবর বিবিসি

গত রোববার ভোরে কুপওয়ারার তাংধার সেক্টরে কয়েক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে ১০ পাকিস্তান সেনা নিহত হয়েছে বলে ভারত দাবি করেছে অন্যদিকে পাকিস্তানের দাবি, নয়জন ভারতীয় সেনা নিহত হয়েছে আগস্টের প্রথম দিকে মোদি সরকার কর্তৃক জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দুই দেশের মধ্যে এটিই অন্যতম প্রাণঘাতী ঘটনা

ভারত অভিযোগ করে বলেছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান যার জেরে তাদের  দুই সেনা একজন সাধারণ নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরো তিনজন অন্যদিকে পাকিস্তানের দাবি, ভারতই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালে তাদের একজন সেনা এবং তিনজন সাধারণ মানুষ মারা যায়

ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, কোনো প্ররোচনা ছাড়াই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমাদের সেনারাও এর শক্ত জবাব দিয়েছে এতে শত্রুপক্ষে অনেক ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫