মসজিদে জলকামান ব্যবহার

ক্ষমা চাইলেন লাম

প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 গত রোববার রাতে হংকংয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে নগরীর গুরুত্বপূর্ণ একটি মসজিদে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়েছিল ঘটনায় গতকাল ক্ষমা চেয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম খবর রয়টার্স

গতকাল জাপানের উদ্দেশে রওনা হওয়ার আগে লাম মসজিদটি পরিদর্শনও করেছেন

রোববার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এরই এক পর্যায়ে একটি জলকামান হংকংয়ের কাউলুন মসজিদের সামনের গেট সিঁড়ি রঙিন পানিতে ভাসিয়ে দেয় সেখানে তখন সাংবাদিকসহ বেশকিছু লোক জড়ো হয়েছিল

লামের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল সকালে লাম মসজিদটিতে যান এবং ওই ঘটনার জন্য মুসলিম নেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন

লামের ক্ষমা প্রার্থনা মেনে নেয়া হয়েছে এবং মুসলিম সম্প্রদায় হংকংয়ে শান্তিতে বসবাস করার আশা করছে বলে জানিয়েছেন মসজিদটির প্রধান ইমাম মুহাম্মদ আরশাদ

এদিকে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত মসজিদটিতে পানি ছিটানো হয়েছে তারা ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রার্থনার সব স্থান সুরক্ষার চেষ্টা অব্যাহত রাখবেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫