চীনের তামা আমদানি ৮ মাসের সর্বোচ্চে

প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

চীনের তামা আমদানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে। সেপ্টেম্বরে দেশটির তামা আমদানি আগের মাসের তুলনায় ১০ দশমিক ১৫ শতাংশ বেড়েছে, যা আট মাসের মধ্যে সর্বোচ্চ। দেশটির সরকারি সূত্র সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট লাখ ৪৫ হাজার টন তামা (আনোড, পরিশোধিত অর্ধপরিশোধিত মিলিয়ে) আমদানি করেছে। আগস্টে দেশটির আমদানির পরিমাণ ছিল লাখ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে চীন ব্যবহারিক ধাতুটির আমদানি বাড়িয়েছে ৪১ হাজার টন।

এদিকে সেপ্টেম্বরে দেশটির তামা আমদানি আট মাসের সর্বোচ্চে পৌঁছলেও গত বছরের একই মাসের তুলনায় কমেছে ১৪ দশমিক শতাংশ। ২০১৮ সালের একই মাসে দেশটি মোট লাখ ২১ হাজার টন তামা আমদানি করেছিল, যা ছিল ২০১৬ সালের মার্চের পর সর্বোচ্চ মাসভিত্তিক আমদানি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫