আইফোনের ডার্ক মোডে ৩০% ব্যাটারি সাশ্রয়

প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

আইফোনের অপারেটিং সিস্টেমের সর্বসাম্প্রতিক সংস্করণ আইওএস ১৩। সংস্করণের সবচেয়ে আকর্ষণীয় ফিচার ডার্ক মোড। এটি শুধু চোখের আরামের জন্যই নয়, ব্যাটারির চার্জ সাশ্রয়েও বেশ কার্যকর বলে প্রমাণিত। ফোন বাফের এক পরীক্ষায় দেখা গেছে, আইফোনের ওএলইডি স্ক্রিন যুক্ত মডেলগুলোয় ডার্ক মোড ব্যাটারি লাইফ বাড়িয়ে দেয়। খবর এন গেজেট।

দুটি আইফোন এক্সএস ফোনের একটি স্বাভাবিক লাইট ব্রাইটনেস, অন্যটিকে ডার্ক মোডে রেখে দুটিতে ইউটিউব ভিডিও, টুইটার, গুগল ম্যাপস মেসেজিং অ্যাপে চ্যাট করে দেখা গেছে, যখন চার্জ ফুরিয়ে গিয়ে সাধারণ মোডে থাকা আইফোনটি বন্ধ হয়ে যায়, ডার্ক মোডের ফোনটিতে তখনো ৩০ শতাংশ চার্জ থাকে। অবশ্য ফোনের ব্রাইটনেস লেভেলের ওপর ভিত্তি করেও ব্যাটারি লাইফ নির্ভর করে।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, আইফোনের ওএলইডি ডিসপ্লের মডেলগুলোতেই শুধু ডার্ক মোডে ব্যাটারি সাশ্রয়ের প্রমাণ পাওয়া গেছে। এলসিডি স্ক্রিনের আইফোনের ক্ষেত্রে এটি কার্যকর নয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫