ফরিদপুরে ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: অক্টোবর ২১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরে ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলার রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত--এর বিচারক মোসা. কামরুন্নাহার বেগম রায় দেন।

দণ্ডিতরা হলেন ভাঙ্গা উপজেলার চৌধুরী কান্দা সদরদি গ্রামের আলামিন সেখ (২০), স্বপন মুন্সি (২৬), মো. নাহিদ সেখ (২৪) আইনাল সেখ (২৬) এদের মধ্যে আলামিন সেখ পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ মার্চ রাতে ভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার সময় আসামিরা বিকাশ সাহাকে একটি বাঁশঝাড়ের ভেতর নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনায় পরদিন নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ সালাম মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫