আমদানি-রফতানি সহজ করতে এনবিআরের নতুন প্রকল্প গ্রহণ

প্রকাশ: অক্টোবর ২১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি হবিগঞ্জ

একই প্লাটফর্মে ৩৯ সরকারি প্রতিষ্ঠানের ২০৮ সেবা প্রদানে উদ্যোগ নেয়া হয়েছে। এতে আমদানি-রফতানিসংক্রান্ত কাজ সহজ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি বলেন, এনবিআরের নেতৃত্বে নতুন প্রকল্পবাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইনডো (এনএসডব্লিউ)’ গ্রহণ করা হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল দ্য প্যালেস রিসোর্টে এনবিআর আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইনডো কর্মশালায় স্কাইপিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, আইএফসির বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি-রফতানিসংক্রান্ত কাজে আমদানি-রফতানিকারকরা চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯ প্রতিষ্ঠানের সেবা একই প্লাটফর্মে পাবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫