সিরিয়ায় আটকে পড়া আইসিস শিশুদের ফেরত আনবে ব্রিটেন

প্রকাশ: অক্টোবর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

সিরিয়ায় আটকে পড়া আইসিস শিশুদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রাথমিক উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় আইএসে যোগ দেয়া ব্রিটিশ নাগরিকদের ওই সন্তানদের ফেরত আনতে এটি ব্রিটেনের প্রথম কোনো উদ্যোগ। খবর গার্ডিয়ান।

প্রথম দফায় তিন এতিম শিশুকে ফেরত আনার প্রক্রিয়া চলছে, যারা পাঁচ বছর আগে বাবা-মায়ের সঙ্গে সিরিয়ায় গিয়েছিল। বর্তমানে ওই শিশুগুলো কুর্দি মিলিশিয়া সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে সিরিয়ার রাকাতে অবস্থান করছে। সেখান থেকে তাদের ইরাকের এরবিল শহরে সরানো হবে, তারপর যুক্তরাজ্যে ফেরত পাঠানো হবে। কুর্দি বাহিনী ব্রিটিশ দাতব্য সংস্থাগুলো দ্রুততম সময়ের মধ্যে তাদের ফেরত আনতে চাচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে পাঁচদিনের অস্ত্রবিরতির সময়টাতেই তারা শিশুদের ফেরত পাঠাতে চাচ্ছে।

আইসিস শিশুদের প্রত্যাবর্তনের খবরটি তখনই এল, যখন গত সপ্তাহে ব্রিটিশ নাগরিকত্ব হারান শামীমা বেগম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে শামীমা পরাজিত হওয়ায় তার নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ বাতিল হয়। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছিলেন।

উত্তর-পূর্ব সিরিয়ার এক শরণার্থী শিবিরে অবস্থানরত শামীমার আইনজীবীরা বেআইনিসিদ্ধান্তের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫