ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: অক্টোবর ২১, ২০১৯

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি উদ্যোগ বা ডিটিটিআই গ্রুপ মিটিং। বৈঠকের আগে শনিবার দেয়া এক বক্তব্যে পেন্টাগন জানিয়েছে, চলতি বছরের শেষে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্য পৌঁছাবে প্রায় হাজার ৮০০ কোটি ডলারে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি এলেন এম লর্ড জানান, আগামী দিনে ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য-সংক্রান্ত বোঝাপড়া আরো বাড়বে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক সহযোগিতাও বৃদ্ধি পাবে। ২০০৮ সালে দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্যে পৌঁছেছিল। সেখান থেকে চলতি বছরের শেষে হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

নয়াদিল্লিতে আসন্ন নবম ডিটিটিআই বৈঠকের প্রধান দায়িত্বে থাকবেন লর্ড। তার সঙ্গে থাকবেন ভারতের প্রতিরক্ষা (সুরক্ষা) সচিব অপূর্ব চন্দ্র। গত বছরের আগস্টে ভারতকে স্ট্র্যাটেজিক ট্রেড অর্থরিটি টায়ার- মর্যাদা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে আমেরিকা থেকে সহজে সামরিক সরঞ্জাম কিনতে পারবে ভারত। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫