সিরাজগঞ্জে নয় ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশ: অক্টোবর ২০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

 সিরাজগঞ্জে নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে গতকাল দুপুরে বেলকুচি উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের ইসমাইল হোসেন আকন্দের ছেলে আলমগীর আকন্দের বাড়ির একটি গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয় উদ্ধারের পর সাপটিকে দ্য বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা বন কর্মকর্তাদের কাছে তা হস্তান্তর করেন

এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে জেলার বেলকুচি উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের আলমগীর আকন্দের বাড়ির একটি গাছে সাপ জড়িয়ে থাকতে দেখা যায় পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস সংগঠনের সদস্য ইমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন

বিষয়ে দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শে সাপটিকে উদ্ধার করা হয় পরে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হূষীকেষ চন্দ্র রায়ের উদ্ধার হওয়া অজগর সাপটি হস্তান্তর করা হয়

বিষয়ে সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হূষীকেষ চন্দ্র রায় জানান, উদ্ধার হওয়া নয় ফুট লম্বা অজগর সাপটিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পাকে ছেড়ে দেয়া হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫