মালয়েশিয়া যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

প্রকাশ: অক্টোবর ২০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

 কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ছয় রোহিঙ্গা তরুণ-তরুণীকে আটক করেছে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা গতকাল ভোর ৬টার দিকে টেকনাফের লম্বরী মত্স্যঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বয়স ১৮ থেকে ২২ বছর তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল ভোরে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্ট৬াকালে সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা চার নারী, দুই পুরুষসহ ছয়জন রোহিঙ্গাকে উদ্ধার করেন পরে তাদের টেকনাফ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়

টেকনাফ সদর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম বলেন, এলাকায় মাদক পাচার সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার প্রতিরোধে কমিউনিটি পুলিশ কাজ করছে এরই ধারাবাহিকতায় গতকাল ভোরে ছয় রোহিঙ্গা তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে

পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় দালালের মাধ্যমে উদ্ধারকৃতদের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের করে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য সমুদ্র তীরে জড়ো করা হয় তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫