দ্বিতীয় প্রান্তিকে ১১ হাজার ২৬২ কোটি রুপি মুনাফা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

প্রকাশ: অক্টোবর ২০, ২০১৯

ভারতের অর্থনীতি শ্লথগতির মধ্য দিয়ে গেলেও মুনাফা অব্যাহত রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১১ হাজার ২৬২ কোটি রুপি। গত অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফার পরিমাণ ছিল হাজার ৫১৬ কোটি রুপি। অর্থাৎ এবার আগের বছরের থেকে ১৮ দশমিক ৩৫ শতাংশ বেশি মুনাফা হয়েছে রিলায়েন্সের। ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে রিলায়েন্সের মোট আয় ছিল লাখ ৪৬ হাজার ১৮ কোটি রুপি। আর চলতি বছর তা দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে লাখ ৫২ হাজার ১৪৯ কোটি রুপিতে। মূলত রিটেইল ডিজিটাল পরিষেবার ব্যবসা থেকেই এই বিপুল পরিমাণ আয় হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। রিলায়েন্সের রিটেইল পরিষেবা ব্যবসার আয় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২০২ কোটি রুপিতে। জিও ইনফোকম থেকেই তাদের ১২ হাজার ৩৫৪ কোটি রুপি আয় হয়েছে। নিট মুনাফা হয়েছে ৯৯০ কোটি রুপি।         সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫