কাতালানপন্থীদের বিক্ষোভে বার্সেলোনায় সহিংসতা

প্রকাশ: অক্টোবর ২০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 কাতালানের স্বাধীনতাকামী নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কাতালোনিয়ার বাসিন্দারা শুক্রবার রাতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার সূত্রপাত হয় বার্সেলোনায় শান্তিপূর্ণ বিক্ষোভে পাঁচ লক্ষাধিক কাতালোনিয়ানের অংশগ্রহণের পর শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কাতালানরা খবর গার্ডিয়ান

কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানান, বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ তারা বুঝতে পারছেন এবং বিক্ষুব্ধ জনতার প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যদিকে স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, কারা এই বিক্ষোভের হোতা, তা খতিয়ে দেখা হচ্ছে

জানা গেছে, আন্দোলনকারীরা কাতালোনিয়ার বিভিন্ন শহরের বিক্ষোভস্থলে যাওয়ার জন্য সুনামি ডেমোক্র্যাটিক নামে একটি অ্যাপ ব্যবহার করছে

বার্সেলোনায় বিভিন্ন সরকারি কার্যালয়ে ঢোকার চেষ্টারত বিক্ষোভকারীদের হটাতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার লাঠিচার্জ করে

তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নয়জন আহত বিক্ষোভকারীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে বার্সেলোনা ছাড়াও কাতালোনিয়ার গিরোনা তারাগোনা শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫