বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: অক্টোবর ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির ব্যবসায়ী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন। গত বৃহস্পতিবার জার্মানির বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের (বিডব্লিউএ) সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান ব্যবসাবান্ধব নীতি এবং পরিবেশের কথা তুলে ধরে আহ্বান জানান তিনি। গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্প-কারখানা খাতে বিনিয়োগের জন্য জার্মান কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক জোনে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেডিজ, বিএমডব্লিউ, ফক্সওয়াগনের মতো জার্মান বৈশ্বিক কোম্পানিগুলোকে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে তাদের অ্যাসেম্বল কারখানা স্থাপনের আহ্বান জানান।

জার্মান কোম্পানিগুলোর লাভজনক বিনিয়োগের নিশ্চয়তার জন্য তিনি বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সম্প্রতি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) গঠনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তরুণ জনগোষ্ঠীকে একটি বলিষ্ঠ দক্ষ কর্মশক্তিতে পরিণত করতে জার্মানির প্রতি আহ্বান জানান। এতে বাংলাদেশ জার্মান বিনিয়োগকারীদের সমান স্বার্থ নিশ্চিত হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে বিজিএমইএ সভাপতি . রুবানা হক বৈঠকে অংশ নেন।

একই দিনে আব্দুল মোমেন জার্মানিতে বাংলাদেশ ফোরাম আয়োজিত বাংলাদেশবিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তিনি ভিশন-২০২১ ভিশন-২০৪১ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকটের বিষয় আন্তর্জাতিক মহলে তুলে ধরার কথা উল্লেখ করেন এবং জরুরি ভিত্তিতে সংকট সমাধানে বাংলাদেশের বন্ধু দেশগুলোর আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫