বেসিক অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন কোর্স ফর রেসপন্ডার্স সমাপ্ত

প্রকাশ: অক্টোবর ১৯, ২০১৯

ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে গত বৃহস্পতিবার বেসিক অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন কোর্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট জনবলের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কোর্সটি ১৫-১৭ অক্টোবর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫