নবগঙ্গায় ডোঙাবাইচ প্রতিযোগিতা

প্রকাশ: অক্টোবর ১৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ঝিনাইদহ

 ঝিনাইদহের নবগঙ্গা নদীতে ডোঙাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ধোপাঘাটা-গোবিন্দপুর মত্স্যজীবী সমবায় সমিতির আয়োজনে গতকাল সকালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সময় নদীতীরে দাঁড়িয়ে বিপুল পরিমাণ দর্শক উপভোগ করে প্রতিযোগিতা শহরের গোবিন্দপুর থেকে বাইচ শুরু হয়ে দুই কিলোমিটার দূরের ধোপাঘাটা এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকার ২২টি নৌকা

শহরের ভূটিয়ারগাতী এলাকা থেকে প্রতিযোগিতা দেখতে আসা রুবেল হোসেন বলেন, আমাদের নবগঙ্গা নদী এখন মৃতপ্রায় এখানে নৌকাবাইচ প্রতিযোগিতা করা সম্ভব নয় তাই এলাকার মানুষ ডোঙাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে

বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আব্দুর সাত্তার বলেন, অনেকদিন পর আবারো বাইচে অংশ নিতে পেরে খুবই খুশি আমি

ব্যাপারে আয়োজক ধোপাঘাটা-গোবিন্দপুর মত্স্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, আবহমান গ্রামবাংলার কৃষ্টি, সংস্কৃতি নিজস্বতা ধরে রাখতে এবং মত্স্যজীবীদের একটু আনন্দ দিতে আয়োজন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে প্রথম হন মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর সাত্তার


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫