ফারমার্স ব্যাংকের ১১৪ কোটি টাকা আত্মসাৎ

৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

কর্মচারীকে মালিক সাজিয়ে কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) কাছ থেকে বের করে নেয়া হয়েছে ৮৮ কোটি ১৬ লাখ টাকা সুদসহ সেই টাকার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ১১৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকটির তত্কালীন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়ে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহষ্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-- মামলাটি করেন সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম

মামলার অন্য আসামিরা হলেন দ্য ওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক ওরফে শামীম চিশতী, ফারমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএমএম শামীম, শাবাবা অ্যাপারেলসের প্রোপ্রাইটর মো. আব্দুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডায়িং অ্যান্ড ওয়াশিংয়ের প্রোপ্রাইটর রাশেদ আলী, মেসার্স তনুজ করপোরেশনের প্রোপ্রাইটর মো. মেফতাহ ফেরদৌস, মেসার্স মোহাম্মদ আলী ট্রান্সপোর্টের মো. গোলাম সারোয়ার মেসার্স ক্যানাম প্রডাক্টসের প্রোপ্রাইটর ইসমাঈল হাওলাদার


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫