বাজাজ চেতক ফিরছে ই-স্কুটার হয়ে

প্রকাশ: অক্টোবর ১৮, ২০১৯

সত্তরের দশকেহামারা বাজাজ প্রচারের মাধ্যমে সাড়া ফেলা স্কুটারচেতক ফিরে আসছে নতুনরূপে। কয়েক বছর আগে স্কুটার ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল বাজাজ অটো। তবে এবার নতুনরূপে ই-স্কুটার নিয়ে ওই ব্যবসায় ফিরছে তারা। আগামী জানুয়ারি থেকে স্কুটার বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানিটি। প্রথমে পুনেতে বিক্রি শুরু হবে, পরে বেঙ্গালুরুতে। এরপর স্কুটারটি গ্রাহকরা কতটা পছন্দ করছেন, তা বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কোম্পানিটির এমডি রাজীব বাজাজ আলিবাবার কর্ণধার জ্যাক মাকে উদ্ধৃত করে বলেন, নতুন ব্যবসায় প্রথম পা রেখে এগিয়ে থাকার সুবিধা পেতেই তাদের এ উদ্যোগ। ভারতে বৈদ্যুতিক গাড়ি আনার দিকে সরকার ও গাড়ি কোম্পানিগুলোর ঝোঁক বাড়ছে। অনেক কোম্পানিই বৈদ্যুতিক গাড়ি আনার কাজ শুরু করে দিয়েছে, দিল্লির সরকারও উৎসাহ দিচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, ভারতের গ্রাহকরা বেশ ভালোভাবেই বৈদ্যুতিক গাড়ি গ্রহণ করবেন। আর এ বাজারে এগিয়ে থাকতে চাইছে বাজাজ।            সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫