সত্য নাদেলার বেতন-বোনাস ৬৬% বাড়িয়েছে মাইক্রোসফট

প্রকাশ: অক্টোবর ১৮, ২০১৯

স্টিভ বলমারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়ার পরই জাদুকরী ছোঁয়ায় মাইক্রোসফটের ব্যালান্সশিট বদলে দিয়েছেন সত্য নাদেলা। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে বসার পর এ পর্যন্ত মাইক্রোসফটের অনেক হারানো গৌরব ফিরিয়ে আনতে পেরেছেন তিনি। ব্যবসা বাড়িয়েছেন প্রায় দ্বিগুণ। গত বছর সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানির তকমা অ্যাপলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের অবস্থান ফিরে পেয়েছে মাইক্রোসফট। গত বুধবার কোম্পানির বাজার মূলধন ১ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এত অর্জনের বিনিময়ে কোম্পানির কাছ থেকে অভাবনীয় প্রতিদানও পেয়েছেন সত্য নাদেলা। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি তাকে বিপুল পরিমাণ শেয়ারও দিয়েছে কোম্পানির স্বাধীন পরিচালনা পর্ষদ। মাইক্রোসফটের বিবৃতি অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে সত্য নাদেলা বোনাস বাবদ ৪ কোটি ২৯ লাখ ডলার পেয়েছেন। এর মধ্যে অবশ্য বেশির ভাগই কোম্পানির শেয়ার। গত বছরের তুলনায় এ বোনাস ৬৬ শতাংশ বেশি। অবশ্য ২০১৪ সালে দায়িত্ব বুঝে নেয়ার সময় নাদেলা নিয়েছিলেন ৮ কোটি ৪৩ লাখ ডলার। এছাড়া এ বছর তার মূল বেতন বেড়েছে ১০ লাখ ডলার।             সূত্র: সিএনবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫