শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান চলছে

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার দুপুর থেকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে আতলাপুর সংলগ্ন একটি একতলা ভবন ও পাশের নির্মাণাধীন দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে জীবন্ত সত্তা ফিরিয়ে দেওয়ার জন্য এই অভিযান চালানো হচ্ছে। নদীর তীর দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুড়িয়ে দিয়ে দেওয়া হবে। নদীর তীরবর্তী জায়গা পরবর্তীতে সংরক্ষণ করে বনায়ন ও মানুষের বিনোদনের ব্যবস্থা করা হবে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক মাসুদ কামাল জানান শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের শেষ অংশে বেশ কিছু অবৈধ স্থাপনা নদীর তীর দখল করে গড়ে ওঠা হয়েছে এসব অবৈধ স্থাপনা একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী রবিবার থেকে টানা তিনদিন রূপগঞ্জ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল উপ-পরিচালক শহীদুল্লাহসহ অনেকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫