ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীতে ৩৮ জেলের দণ্ড

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে ৩৪ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড চারজনকে হাজার টাকা করে জরিমানা করা হয়েছে গতকাল ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেয়া হয়

জানা গেছে, ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত রাজবাড়ীর পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীতে অভিযান চালান জেলা প্রশাসন মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা সময় ৩৮ জেলেকে আটক করা হয় সেই সঙ্গে তাদের কাছ থেকে ২৩৫ কেজি মাছ লাখ ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের মধ্য থেকে ৩৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড চারজনকে হাজার টাকা করে জরিমানা করেন এছাড়া জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা মজিনুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চলমান থাকবে

প্রসঙ্গত, ইলিশ উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুম বিবেচনা করে চলতি বছরের অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫