চট্টগ্রামে ধর্ষণের দায়ে রাজমিস্ত্রির যাবজ্জীবন

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মাহমুদুর রহমান হায়দার নামে এক রাজমিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল--এর বিচারক মশিউর রহমান খান রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত মাহমুদুর কক্সবাজারের পেকুয়া নং শীলখালী ওয়ার্ডের বজল আহমদের ছেলে

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় অপহরণের দায়ে আসামি মাহমুদুরকে ১৪ বছরের এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে দুই ধারাতে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের আগস্ট বাঁশখালীর একটি মাদ্রাসার দশম শ্রেণীর ওই ছাত্রী ক্লাস করতে বের হয়ে নিখোঁজ হয় পরে পুলিশ চট্টগ্রামের কালুরঘাট হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং মাহমুদুরকে গ্রেফতার করে মাহমুদুর তাদের বাড়ি নির্মাণের কাজ করছিলেন পরে ঘটনায় কিশোরীর বাবা অপহরণ, ধর্ষণ মুক্তিপণ দাবির অভিযোগে মাহমুদুরকে আসামি করে মামলা করেন দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল রায় ঘোষণা করেন আদালত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫