ইউল্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গতকাল ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) ফারইস্ট      ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট . কাজী আনিস আহমেদ স্বাগত বক্তব্য দেন। এরপর ইউল্যাবের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ এবং ইউল্যাবের সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্যের পর কেক কাটা হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক . এইচএম জহিরুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

সময় অন্যদের মধ্যে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা বর্তমান-সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক অনুষ্ঠানের পর দিনটিকে ঘিরে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫