বাবরি মসজিদ মামলা

নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ৪০ দিনের শুনানি

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ৪০ দিন পর নাটকীয়তার মধ্য দিয়ে ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হলো গতকাল শুনানি শেষ হলেও রায় সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি খবর টাইমস অব ইন্ডিয়া

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচজন বিচারপতি নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ ৪০ দিন ধরে অযোধ্যা মামলায় হিন্দু মুসলিম উভয় পক্ষের যুক্তি শোনেন গতকাল আরো সময় চাওয়া হলে তা নাকচ করে দেন প্রধান বিচারপতি গগৈ এদিকে আগামী ১৭ নভেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি গগৈ, তার আগেই মামলার রায় হবে বলে আশা করা হচ্ছে

দশেরা উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটির পর সোমবার ৩৮তম দিনের শুনানি শুরু হয় গতকাল শুনানির শেষ দিন মুসলিম ওয়াক্ফ বোর্ডের আইনজীবী রাজীব ধাওয়ানের একটি মানচিত্র ছেঁড়া নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে আদালত কক্ষ ছেড়ে যাওয়ার হুমকি দেন প্রধান বিচারপতি গগৈ

হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং প্রমাণ হিসেবে সাবেক আইপিএস কর্মকর্তা কিশোর কুনালের লেখা একটি বই পেশ করতে চান, যেখানে একটা মানচিত্রকে রামচন্দ্রের জন্মভূমি বলে চিহ্নিত করা হয়েছে

কিন্তু ধাওয়ান এর বিরোধিতা করে বলেন, সর্বোচ্চ আদালতের ধরনের বইয়ের ওপর নির্ভর করা উচিত হবে না সময় তিনি মানচিত্র ছিঁড়ে ফেলার জন্য আদালতের অনুমতি চান ধাওয়ানের আবেদনে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি তাকে যা খুশি করতে বলায়, ধাওয়ান মানচিত্রটি ছিঁড়ে ফেলেন এতে চরম বিশৃঙ্খলা তৈরি হলে আদালত কক্ষ ছেড়ে যাওয়ার কথা বলেন প্রধান বিচারপতি গগৈ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫