বায়ুদূষণে ইউরোপে ২০১৬ সালে চার লাখ মানুষের অকালমৃত্যু

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 দূষিত বায়ুর কারণে ইউরোপের বিভিন্ন শহরে ২০১৬ সালে প্রায় চার লাখ মানুষের অকালমৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির (ইইএ) প্রতিবেদনে ইউরোপের প্রায় প্রতিটি শহরের বায়ুমান অস্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে খবর রয়টার্স

বায়ুুদূষণ বর্তমানে মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি বলে মন্তব্য করা হয়েছে ইইএর প্রতিবেদনে প্রতিবেদনটির প্রতিবেদক ইইএর বায়ুমান বিশেষজ্ঞ আলবের্তু গঞ্জালেজ ওয়ার্টিজ বলেন, ইউরোপের শহরগুলোর বিষাক্ত বায়ুকণার স্তর যখন কমছিল, তা যথেষ্ট দ্রুতগতিতে কমেনি আমরা এখনো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বায়ুমানের মানদণ্ড পূরণ করতে পারিনি অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুমানের মানদণ্ড থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি

ইউরোপের শহরগুলোর বায়ুমান কোন পর্যায়ে রয়েছে, তা পরীক্ষা করে দেখা দরকার বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে বিশেষত শহরাঞ্চলে দূষিত বায়ুকণা এবং ওজন স্তরসহ দূষণের মাত্রা কোন পর্যায়ে রয়েছে, তা পরীক্ষা করে দেখা দরকার যেসব শহর ইইউর নির্ধারিত বায়ুমানের শর্ত পূরণে ব্যর্থ হবে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও সুপারিশ করেছে ওই প্রতিবেদন

এদিকে ইইউ নির্ধারিত বায়ুমান পূরণে ব্যর্থ হওয়ায় চলতি বছরের জুলাইয়ে স্পেন বুলগেরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিসকে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি) ইইউর নির্বাহী পরিষদ এসব দেশ জনস্বার্থ রক্ষার্থে বায়ুমান সুরক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ওই দুই সংস্থা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫