জাতিসংঘের প্রতিবেদন

আফগান নির্বাচনে নিহত ৮৫, আহত ৩৭৩

প্রকাশ: অক্টোবর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 সদ্যসমাপ্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনের মৌসুমে মোট ৮৫ জন নিহত ৩৭৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড নেশন্স অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রতিবেদন রাষ্ট্রপতি নির্বাচন বানচাল করতে তালেবানদের উপর্যুপরি হামলায় এত মানুষ প্রাণ হারিয়েছে খবর এএফপি

নির্বাচন কার্যক্রম শুরুর পর থেকে তথা জুন থেকে ৩০ সেপ্টেম্বর সময়ে উল্লিখিত হতাহতের ঘটনা ঘটেছে শুধু নির্বাচনের দিনই ২৮ জন নিহত ২৪৯ জন আহত হয়েছে ভুক্তভোগীদের এক-তৃতীয়াংশের বেশি শিশু

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বড় মাশুল গুনতে হলেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার দাবি করছে দেশটির নিরাপত্তা বাহিনী বিশেষত নির্বাচনের দিন তালেবানরা উল্লেখযোগ্য কোনো হামলা চালাতে না পারায় এমনটি দাবি করছে নিরাপত্তা বাহিনী

প্রসঙ্গত, নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর আশপাশে তালেবানরা অধিকাংশ হামলায় রকেট, গ্রেনেড, মর্টার দেশী বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউএনএএমএর প্রতিবেদন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫