কৃষকের আয় বাড়াতে দেশীয় চায়ের প্রচার করবে কেনিয়া

প্রকাশ: অক্টোবর ১৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

কেনিয়া বিশ্বের শীর্ষ ব্ল্যাক টি রফতানিকারক দেশ। দেশটিতে উৎপাদিত চায়ের বেশির ভাগ বিদেশে রফতানি হয়ে থাকে। এতে দেশটির অভ্যন্তরীণ বাজারে বিদেশী চায়ের প্রীতি বাড়ছে। এছাড়া সম্প্রতি কেনিয়ার প্রধান চা ক্রেতা দেশগুলোয় অর্থনৈতিকসহ নানা সমস্যা দেখা দিয়েছে, যা পানীয় পণ্যটির রফতানি সীমিত করে এনেছে। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতিতে কেনিয়া টি ডেভেলপমেন্ট এজেন্সি (কেটিডিএ) দেশটির কৃষকের আয় বাড়াতে দেশীয় চা পানে জনসাধারণকে উৎসাহ জোগানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর সিনহুয়া।

কেটিডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা লেরিওনকা টিয়ামপাতি বলেন, কেনিয়ায় উৎপাদিত চায়ের ৯৫ শতাংশই আন্তর্জাতিক বাজারে রফতানি করা হয়। ফলে অভ্যন্তরীণ বাজারে বিদেশী চায়ের জনপ্রিয়তা বাড়ছে, যা দেশটির চা খাতে সংকট তৈরি করছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের মোট রফতানীকৃত ব্ল্যাক টির ২৩ শতাংশের জোগান দেয় কেনিয়া।

টিয়ামপাতি বলেন, কেনিয়ার চায়ের প্রধান ক্রেতা দেশগুলোর বেশির ভাগ বর্তমানে মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু করে নাগরিক অস্থিরতায় ভুগছে। ফলে এসব দেশে আর্থসামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে, যা তাদের চা ক্রয় ক্ষমতা কমিয়ে এনেছে। আর পণ্যটির রফতানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেনিয়ার চাষীরা। দেশটির চা চাষীদের অধিকাংশই ক্ষুদ্র ধরনের, যারা এক একরেরও কম জমিতে পণ্যটির চাষ করে থাকেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫