খাবার নিয়ে যত ভুল ধারণা

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

বণিক বার্তা অনলাইন

সুস্বাস্থ্য ধরে রাখতে আমরা কত ধরনের খাবারই তো গ্রহণ করি। মেনে চলি নানা ধরনের নিয়মকানুন। কিন্তু এগুলোর সবই কি সঠিকভাবে কাজ করে? এ প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই অজানা। এই যেমন রোজ ১০ গ্লাস পানি পান, পর্যাপ্ত সালাদ গ্রহণ, কার্বহাউড্রেট ও কোলেস্টেরলজাতীয় খাবার কম গ্রহণ মানেই সেরা ডায়েট বলে আমরা ভাবি। তবে অনেক সময়ই দেখা যায়, এসব মেনে চলেও সঠিক ওজন ও সুস্বাস্থ্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর অন্যতম কারণ হতে পারে খাদ্য ও খাদ্যাভাস সম্পর্কে আমাদের ভুল ধারণা।

খেয়াল করলে দেখবেন, অনেকে একেবারেই ফ্যাটমুক্ত সালাদ ড্রেসার ব্যবহার করেন। ভাবা হয়, এভাবে সালাদ তৈরি করলেই বুঝি উপকারিতা বেশি পাওয়া যাবে। তবে সালাদের উপকরণগুলো পুষ্টির খুব ভালো উৎস হলেও সামান্য পরিমাণ ফ্যাট যদি এতে মেশানো যায় তাহলে উপকারটা একটু বেশি হয়। তাই বলে সালাদে পনির বা মেয়োনেজ মেশাতে যাবেন না। এর পরিবর্তে কয়েক ফোঁটা অলিভ অয়েল, বাদাম ও বীজ মেশাতে পারেন।

আচারকে প্রোবায়োটিক ও কম ক্যালরিবহুল খাবার মনে করলে কিছুটা ভুল করবেন। আচার তৈরির সময় তা লবণে এপিঠ-ওপিঠ করে তারপর ডুবো তেলে বয়ামে রাখা হয়। এতে ক্যালরি রয়েছে বৈকি! তাই এর পরিবর্তে খেতে পারেন অল্প লবণ দেয়া ধনেপাতা ও পুদিনাপাতার চাটনি।

একটা সময় বলা হতো, দিনের যেকোনো এক বেলার খাবার বাদ দিলে সহজে ওজন কমানো যাবে। তবে এটা একেবারেই ভুল ধারণা। এতে করে যে কেবল বেশি ক্ষুধা লাগে তাই না, পরবর্তীতে একবারে বেশি খাওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫