রাজবাড়ীতে ১৮ জেলের কারাদণ্ড

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৮ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দ করা হয়েছে ২ মন ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি নৌকা।

রাজবাড়ীর এনডিসি মো. রফিকুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত পদ্মার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ১৮ জেলেকে আটক করা হয়। 

জব্দ করা হয় ইলিশ মাছ, কারেন্ট জাল ও নৌকা। জব্দকৃত ইলিশ মাছ এতিম খানায় প্রদান করা হয়েছে। আর জাল আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। 

তিনি আরো জানান, আটক জেলেদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৬ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫