সিডব্লিউইআইসির সভা

যুক্তরাজ্য গেলেন এফবিসিসিআই সভাপতি

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় যোগ দিতে গতকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আগামীকাল তিনি সিডব্লিউইআইসির গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় অংশ নেবেন। সভায় সিডব্লিউইআইসির নতুন স্ট্র্যাটেজিক পার্টনারদের পরিচিতি দেয়া হবে। কমনওয়েথভুক্ত দেশগুলোর মধ্য থেকে বছরই প্রথম বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সিডব্লিউইআইসির স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে।

গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরবেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানাবেন।  বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫