ট্যুরিস্ট ভিসার পরিধি বাড়াচ্ছে সৌদি আরব

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

পর্যটক আকর্ষণে ট্যুরিস্ট ভিসা ব্যবস্থার পরিধি বাড়াচ্ছে সৌদি আরব। স্থানীয় গণমাধ্যমের বরাতে তথ্যটি নিশ্চিত হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

গত মাসে এক ঘোষণার পরিপ্রেক্ষিতে ৪৯টি দেশের নাগরিক প্রাথমিকভাবে অনলাইন ই-ভিসা বা ভিসা অন অ্যারাইভালের সুযোগ পেয়েছিল। ওই দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন ও কাজাখস্তান। তবে বর্তমানে আরো কয়েকটি দেশের জন্য সৌদি ভিসা ব্যবস্থা শিথিল করতে যাচ্ছে রিয়াদ। স্থানীয় আরবি দৈনিক ওকাজের বরাতে জানা গেছে, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বাণিজ্যিক বা পর্যটক ভিসা কিংবা ইইউর শেনজেন ভিসা পেয়েছেন, তারা সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা পাবেন।

সৌদি আরবে ভ্রমণ করতে আগ্রহী অন্যরাও সৌদি মিশনগুলোয় যোগাযোগ করতে পারেন। আগ্রহীরা যদি তাদের আবেদনপত্রের সঙ্গে একটি ফিরতি টিকিট, আবাসন বা হোটেল বুকিং, আর্থিক স্থিতিপত্র ও স্বদেশের ঠিকানা উল্লেখ করেন, তাহলে ভিসার জন্য বিবেচিত হবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫