জাপানে টাইফুন হাগিবিসে প্রাণ হারিয়েছে অন্তত ৪০ জন

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

উদ্ধার তত্পরতায় লক্ষাধিক সেনা মোতায়েন

 জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে সরকার  শনিবার আঘাত হানা ঝড়ের কবলে দেশটির পূর্ব মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে এখনো ১৬ জনের মতো নিখোঁজ রয়েছে খবর বিবিসি

হাগিবিসের আঘাতে রাগবি ওয়ার্ল্ড কাপের তিনটি ম্যাচ বাতিল করা হয়েছে তবে জাপান স্কটল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ২৮-২১ স্কোরে জয়ী হয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপান

এএফপি বলছে, শনিবার রাতে ঘণ্টায় ২১৫ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসা টাইফুনের তাণ্ডবে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে দেশটির ৪৭টি অঞ্চলের মধ্যে ৩৬টিতে ভারি বর্ষণের কারণে ভয়াবহ ভূমিধস বন্যা দেখা দিয়েছে

সেনাসদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বৃষ্টি বাতাস অব্যাহত থাকায় দেশটির আবহাওয়া সংস্থা বলছে, জাপানের মধ্য পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে নতুন করে আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে

আবহাওয়া সংস্থা বলছে, সোমবার সকাল থেকে ক্রমেই শক্তি হারিয়ে নিরক্ষীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হাগিবিস ঝড় এখন জাপানের উত্তর-পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য জাপানের নাগানো অঞ্চলে অঞ্চলের বিভিন্ন জায়গায় বাড়িঘরের দোতলা পর্যন্ত পানি উঠেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫