রাষ্ট্রদ্রোহের দায়ে কাতালনিয়ার ৯ নেতার কারাদণ্ড

প্রকাশ: অক্টোবর ১৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ২০১৭ সালের অক্টোবরে কাতালনিয়ার স্বাধীনতা আন্দোলনে ভূমিকার কারণে নয় বিচ্ছিন্নতাবাদী নেতাকে থেকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের সুপ্রিম কোর্ট খবর রয়টার্স

আরো তিন কাতালান নেতাকে আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত তবে তাদের কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করা হয়েছে তাদের বিরুদ্ধে কেবল জাতীয় সরকারের প্রতি অবাধ্যতার প্রমাণ পাওয়ায় আদেশ দেয়া হয়েছে কাতালনিয়ার ১২ জন রাজনীতিক আন্দোলনকারী তাদের বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার অভিযোগ অস্বীকার করেছেন

রায় ঘোষণার পর অন্য স্বাধীনতাকামী কাতালান নেতারা এটিকে নিষ্ঠুরতা গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যায়িত করেছেন

বিচারে কাতালনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ন জুনকেলাসকে ২৫ বছর কারাদণ্ড দেয়ার দাবি করেছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা দেশদ্রোহিতা সরকারি তহবিলের অপব্যবহারের দায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

নয়জনকে আরো গুরুতর অপরাধ বিদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫