বুয়েটে ভর্তি পরীক্ষা আজ

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ সোমবার। বিশ্ববিদ্যালয়ের নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৩১ আগস্ট সকাল থেকে বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবারে মোট ১২টি বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৬০ জন শিক্ষার্থীকে ভর্তি করবে বুয়েট। যানজট এড়াতে সব পরীক্ষার্থীকে সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

এছাড়া ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫