নওগাঁয় হাতবোমাসহ আটক ৬

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর নামাজগড় মাদ্রাসাপাড়ার একটি ছাত্রাবাস থেকে হাতবোমাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয়টি ককটেল, ১৫টি সাউন্ড বোমা ও চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়।

আটককৃতরা হলেন পত্নীতলার পাইকবান্দা গ্রামের আ. মান্নান, মান্দার চকমনসুপ গ্রামের রবিউল ইসলাম, চকমুক্তার বউবাজার গ্রামের আব্দুস সবুর, সদরের চক এনায়েত গ্রামের মহিউদ্দিন, পার নওগাঁর মাদ্রাসাপাড়ার আলমগীর হোসেন মিঠু ও মহাদেবপুরের মহিনগর গ্রামের মেহেদী হাসান। এরা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান, ছাত্রশিবিরের ২৫-৩০ জন ক্যাডার ককটেল ও বোমাসহ নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে মাদ্রাসাপাড়ার গোলজার হোসেন বাবুর মালিকানাধীন ছাত্রাবাসে সমাবেত হয়ে বৈঠক করছিলেন। এ ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫